নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে মরিয়ম নামে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ ) দুপুরে নড়াইল সদর উপজেলা চাঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর ইউনিয়নেরন চাচড়া গ্রামের ইউপি সদস্য পিটু বিশ্বাস।
নিহতের স্বজনরা জানায়, মরিয়ম সবার অগোচরে দুপুরে তাদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। সেখানে ডুব সাঁতারের এক পর্যায়ে সে কিনার থেকে গভীরে চলে গেলে সাঁতার না জানায় কিনারে ফিরতে ব্যর্থ হয়ে তলিয়ে যায়।
এভাবে অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেলে স্বজনরা মরিয়মের দেখা না পেয়ে খোঁজাখুঁজি এক পর্যায়ে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার হয়।
এ অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে মরিয়মকে মৃত ঘোষণা করেন। মরিয়ম ট্রাক চালক সালমুন মোল্যার মেয়ে, সে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করতো।