নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা পরিবেশক সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছর) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মোঃ গিয়াস উদ্দিন খান ডালুকে পুনরায় সভাপতি ও এজাজ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া মোঃ আইয়ুব খান বুলু, অলোক কুমার কুন্ডু ও আনন্দ কুমার দত্তকে উপদেষ্টা করা হয়েছে।
শনিবার (৮জুন) দুপুরে নড়াইল শহরের পালকি কমিউনিটি সেন্টারে এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শামসুজ্জামান খোকন, মোঃ মনিরুল ইসলাম লিটন, মোঃ মহসিন মোল্যা ও মোঃ মোকলেচুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, কাজী লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক অমিত ঘোষ, কোষাধ্যক্ষ হাসান সরদার, সহ-কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক অমিও ঘোষ ও প্রচার সম্পাদক বিপ্লব সাহা।
কমিটির সদস্যরা হলেন মোঃ জাকির হোসেন, সৈয়দ আল মামুন কলিন্স, মোঃ কাওসার আহমেদ, অজয় সরকার, বিপ্লব সাহা ও মানব সাহা।
কমিটি ঘোষণার পর উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন।
শুভেচ্ছা বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন খান ডালু বলেন, নড়াইল জেলা পরিবেশক সমিতির সম্মাণিত সদস্যদের মতামতের ভিত্তিতে দুইবছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। বিগত কমিটিরও সভাপতির দায়িত্ব পালন করেছি। আমরা চেষ্টা করেছি নড়াইল জেলা পরিবেশ সমিতির সম্মান অক্ষুন্ন রাখার। ইতিমধ্যে আমাদের পরিবেশ সমিতির সুনাম প্রশাসন সহ সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। আগামীতেও সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে ব্যবসায়িক উন্নয়ন, পারস্পারিক ও ব্যবসায়িক স্বার্থসুরক্ষা সহ সমিতির সদস্যদের কল্যাণে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবো।