নড়াইল প্রতিনিধি
নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-১ জুন, ২০২৪ উপলক্ষ্যে জেলা পর্যায়ে সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে মে বৃহস্পতিবার দুপুর ১২ টায় নড়াইল সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নড়াইল সিভিল সার্জন ডা: সাজেদা বেগমের সভাপতিত্বে- কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়নগঞ্জের সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান বাবু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃআলমগীর সিদ্দিকী সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, সাংবাদিক মুনির চৌধুরী, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজি হাফিজুর রহমান সহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম জানান,নড়াইল জেলার ১০২০ টি কেন্দ্রে মোট ৯৭৬৮০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬-১১ মাসের শিশুর সংখ্যা ১১ হাজার ৯২৩ ও ১২-৫৯ মাসের শিশুর সংখ্যা ৮৫ হাজার ৭৫৭ জন।