নড়াইল প্রতিনিধি
দক্ষিণ বঙ্গের তথা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মুফতি মাওলানা আশরাফ আলীর
মঙ্গলবার বেলা ৩টায় মরহুমের গ্রামের বাড়ি নড়াইলের কালিয়ার জামরিলডাঙ্গায় জানাযার নামায শেষে দাফন সম্পন্ন হয়। জানাযার নামাযে নড়াইল জেলাসহ বিভিন্ন এলাকার হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। মুফতি আশরাফ আলীর মৃত্যুতে নড়াইল আলেম সমাজসহ সাধারণ মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৬ বছর। মঙ্গলবার (৪ জুন) রাত আড়াইটার দিকে অসুস্থ অবস্থায় খুলনার সিটি হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ৭ ছেলে ও ৩মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছন। আশরাফ আলী অসুস্থ হওয়ার আগ পর্যন্ত নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে তিনি নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাযের ইমামতি করতেন।
আশরাফ আলী ছাত্র জীবনে ভারতের দেওয়াবাগ ও বাংলাদেশের গহরডাঙ্গা মাদ্রাসায় অনেক বড় বড় আলেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন।