সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
শিরোনামঃ
||ইউএনওর বদলি প্রত্যাহারের কর্মসূচি পালন করায় শিক্ষার্থীদের ওপর হাম||ডিমের দাম হালিতে বাড়ল ২ টাকা||নিউরোসায়েন্স হাসপাতালের ৬ চিকিৎসককে জেলায় বদলি||স্পা ৫০০ মিলি এখন ৫ টাকা কমে মাত্র ১৫ টাকায়||ডিএনসিসি মেয়র আতিকের অভিপ্রায়ের সব নিয়োগ বাতিল||বিএবির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত||যাত্রীর লাগেজ থেকে ৯ লাখ টাকা চুরি, বিমানের ৫ কর্মী গ্রেফতার||ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান||নাগরিক কমিটির নেতৃত্বে যারা||দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক: গভর্নর||নৌপরিবহণ উপদেষ্টার সঙ্গে এসসিবি ও বিএসটিএমপিআইএ নেতাদের সাক্ষাৎ||নড়াইলে ডোবার পানিতে ডুবে আয়েশার মৃত্যু||লোহাগড়ায় বিএনপির সভাপতি পলাশের চাঁদাবাজি লুট ও অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন||নড়াইলে কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে স্মরণ সভা||ইউএনও কে বহাল রাখার দাবীতে লোহাগড়া উপজেলাবাসীর মানববন্ধন
Homeঅর্থনীতিপাঁচ কার্যদিবসের পর ইতিবাচক শেয়ারবাজার

পাঁচ কার্যদিবসের পর ইতিবাচক শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট

টানা ৫ কার্যদিবস পর ইতিবাচক শেয়ারবাজার। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ৩৫ পয়েন্ট বেড়েছে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি থেকে সূচক কমে আসছিল।

গতকাল তাতে ছন্দপতন। এদিকে সূচক বাড়লেও লেনদেন কমছে। বুধবার ডিএসইতে ৭৩০ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ১১৩ কোটি টাকা কম।

এদিন আরও ২টি কোম্পানির ফ্লোর প্রাইস (নিুসীমা) প্রত্যাহার করা হয়েছে। এগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং গ্রামীণফোন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির ২০ কোটি ১১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৭৩০ কোটি ৩৯ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১৭৬টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৫৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৬৬ পয়েন্টে উন্নীত হয়েছে।

ডিএসই-৩০ মূল্যসূচক ৮ দশমিক ৬৩ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৩ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৭ লাখ ৫২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

শীর্ষ দশ কোম্পানি : ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো ফু-ওয়াং সিরামিক, ফরচুন সুজ, আফতাব অটোমোবাইলস, সেন্ট্রাল ফার্মা, বীকন ফার্মা, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, মুন্নু ফেব্রিক্স এবং গ্রামীণফোন।

ডিএসইতে বুধবার যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, শাশা ডেনিমস, গোল্ডেন সন, সায়হাম কটন, সানলাইফ ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইলস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল।

অন্যদিকে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো ফার্স্ট ফাইন্যান্স, বিআইএফসি, মিথুন নিটিং, বিডি থাই অ্যালুমিনিয়াম, ইনটেক লিমিটেড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এডভেন্ট ফার্মা, ফু-ওয়াং ফুড, আইসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং তৌফিকা ফুড।

Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
সর্বশেষ খবর
আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here