বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে আলোচনায় আসেন উসমান খান। এ বছর পাকিস্তান সুপার লিগে খেলেন মুলতান সুলতানসের হয়ে। সেখানে ব্যাট হাতে দারুণ নৈপুণ্যে সুযোগ পান পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে। অথচ পাকিস্তানে জন্ম নেওয়া এই ক্রিকেটার গত মৌসুমে পিএসএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েও সে সময় পাকিস্তান দলে ডাক পাননি।
এ জন্য সংযুক্ত আরব আমিরাতের হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন উসমান। যদিও নিয়ম অনুযায়ী আমিরাতের হয়ে খেলতে এখনো ১৪ মাস অপেক্ষা করতে হবে উসমানকে। তবে তার আগে টনক নড়েছে পিসিবির। এবারের পিএসএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক উসমানকে বিশ্বকাপ ভাবনায় রেখে পাকিস্তান দলের ক্যাম্পে ডেকেছে।
উসমানও চান নিজ দেশের জার্সিতে খেলতে। এ জন্য সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে চুক্তি বাতিলের আবেদন করেছেন তিনি। এতেই বিপত্তিতে পড়তে যাচ্ছেন উসমান। আমিরাত ক্রিকেট বোর্ড এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
উসমান চুক্তি লঙ্ঘন করেছেন কি না তা তদন্ত করছে দেশটির ক্রিকেট বোর্ড। এত দিন আইএল টি-টোয়েন্টি, টি-টেনসহ আরব আমিরাতের লিগগুলোতে স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলেছিলেন উসমান, কিন্তু এবার পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতে যাওয়ায় ইসিবি আয়োজিত আইএল টি-টোয়েন্টি, টি-টেনসহ আরব আমিরাতের লিগগুলোতে নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে উসমানের ওয়ার্ক-পারমিটও বাতিল করা হতে পারে।