দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। পাশাপাশি লেনদেন কমেছে উভয় শেয়ারবাজারে।
মঙ্গলবার (১২ মার্চ) পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে মঙ্গলবার কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬ দশমিক ৮৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১২ দশমিক ০৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১২ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ৬৩ দশমিক ৮৩ পয়েন্ট ও ১ হাজার ৩০৯ দশমিক ৯০ পয়েন্টে।
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৯০ কোটি ৬১ লাখ টাকা।
এ ছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৫টি কোম্পানির, কমেছে ৩০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল এস.এস. স্টিল। এ ছাড়া ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিক, গোল্ডেন সন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বেস্ট হোল্ডিংস, ফরচুন সুজ ও আফতাব অটোমোবাইলস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। মঙ্গলবার সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ দশমিক ১৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৭৫ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭ হাজার ২৬৩ দশমিক ২৭ পয়েন্টে ও ১০ হাজার ৩৬৫ দশমিক ৮২ পয়েন্টে।
আর সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৮৭ পয়েন্ট ও সিএসআই সূচক ৬ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২২ দশমিক ৯২ পয়েন্টে ও ১ হাজার ১১৬ দশমিক ৮৬ পয়েন্টে। আর ২৩ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১২ হাজার ৯২৫ দশমিক ৭৫ পয়েন্টে।
আরও পড়ুন: ডিএসইর প্রতিষ্ঠানগুলোতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর
সিএসইতে মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩ কোটি ৮৪ লাখ টাকা।
সিএসইতে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারদর।