আমানুল হক আমান
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পৃথকভাবে ৩২৫ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) রাত ১০টার দিকে আলাইপুর এলাকা থেকে ২০৪ বোতল ফেন্সিডিলসহ আমিনুল ইসলামকে (৪৪) কে গ্রেফতার করা হয়েছে। আমিনুল ইসলাম উপজেলার চকনারায়নপুর গ্রামে মৃত আহম্মদ আলীর ছেলে। এ সময় তার কাছে ২০৪ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ২টি সীমকার্ড জব্দ করা হয়।
অপর দিকে সোমবার (৬ মে) সকাল ৭টার দিকে উপজেলার খানপুর নিচপাড়া নামক এলাকা থেকে ১২১ বোতল ফেন্সিডিলসহ ফারুক হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছে ১২১ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ১টি সীমকার্ড জব্দ করা হয়। ফারুক হোসেন উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর নিচপাড়া গ্রামের মৃত বাগু মন্ডলের ছেলে।
দীর্ঘদিন থেকে আমিনুল ইসলাম ও ফারুক হোসেন ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অপারেশন দল বিশেষ অভিযান চালিয়ে পৃথকভাবে তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় বাঘা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি আমিনুল ইসলাম।