রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত আবু আফজালের আত্মার মাগফেরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চকছাতারী গ্রামে তার নিজ বাড়ির আমবাগানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডঃ শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদল আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা প্রমুখ।
উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক সোহেল রহমানের পরিচালনায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতামর্কীরা ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ৪৫ বছর বয়সে সাবেক ছাত্রদল নেতা আবু আফজাল চলতি বছরের ২৫ জানয়ারী নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। এছাড়া তিনি ২০২০ সালে করোনা ও ২০২৩ সালে ডেঙগু ভাইরাসে আক্রান্ত হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই বাবুল ইসলাম।