বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
শিরোনামঃ
||‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকা দিল সরকার||ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী||চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি দেখতে পাকিস্তানে আইসিসির দল||ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু||খাদ্য সংকট বাড়ছে, মানুষকে হাতির মাংস খাওয়াবে সরকার||তারেক রহমানের সঙ্গে মৌসুমীর ছবিটি কাল হয়ে দাঁড়ায়: ওমর সানী||আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে নিলেন মমতা||আ.লীগ দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল : তারেক রহমান||পুলিশের ১৮৭ সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত||ভয়ে আত্মগোপনে আছি : মনিরুল ইসলাম||যে কারণে অনেক খুঁতখুঁতে পূজা চেরী||আখাউড়া স্থলবন্দরে কমেছে রপ্তানি বাণিজ্য||৯ দিনে চীন থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে||গাজীপুরে খুলে দেওয়া হয়েছে ৯৫ ভাগ পোশাক কারখানা||আস্থার সংকটে ব্যবসায়ীরা, এলসি কমেছে ৪৪ শতাংশ মূলধনী যন্ত্রের
Homeক্যাম্পাসবাঘার সন্তান পিএসসি’র সদস্য হলেন রাবি অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে

বাঘার সন্তান পিএসসি’র সদস্য হলেন রাবি অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে

আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘার কৃতি সন্তান সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।

মঙ্গলবার (১৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সদস্য নির্বাচন করা হয়েছে। প্রদীপ কুমার পান্ডে বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামের বাসিন্দা।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডেকে অন্যান্য প্রতিষ্ঠান ও কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ প্রদান করলেন। আরও বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বগ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া-এরমধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক পদে দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রদীপ কুমার পান্ডে ১৯৮৯ সালে এসএসসি ও ১৯৯১ সালে এইচএসসি পাশ করেণ। ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক, ২০১৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

২০০৬ সালে নরওয়ে সরকারের বৃত্তির আওতায় অসলো বিশ্ববিদ্যালয়ে সামার কোর্সে অংশগ্রহণ করেন। ২০১০ সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম স্টাডিজে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ২০১৫-২০১৮ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে রাবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
সর্বশেষ খবর
আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here