অন্য বলিউড নায়িকাদের পথ অনুসরণ করে এবার ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন বাণী কাপুর। ওটিটিতে নিজের এই অভিষেক নিয়ে দারুণ খুশি অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে এ নিয়ে নিজের উচ্ছ্বাস জাহির করেছেন বাণী।বাণীকে শেষ পর্দায় দেখা গেছে ‘শামসেরা’ ছবিতে। এ ছবিটি বক্স অফিসে একদমই ব্যবসা করতে পারেনি। বলা যায়, বাণীর ঝুলিতে হিট ছবির সংখ্যা নেহাতই কম। এখনো সেভাবে নিজের প্রতিভা মেলে ধরতে পারেননি তিনি।