সম্পদ গোপন ও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে জামিনে থাকা বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আমানুল্লাহর আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালত বলেছে, আমানউল্লাহকে ৯ জুনের মধ্যে দেশে ফিরতে হবে। এ বিষয়ে আদালতে সংশ্লিষ্ট বিবৃতি (প্রতিবেদন) জমা দিতে হবে।
২০ মার্চ শুনানি শেষে আপিল বিভাগ আমানুল্লাহকে জামিন দেন। আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিচারাধীন থাকা অবস্থায় আমানুল্লাহ বিদেশ যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাকে আদালতের (আপিল বিভাগ) অনুমতি নিতে হবে।
জামিনের পর ২৫ মার্চ কারাগার থেকে মুক্তি পান আমানুল্লাহ। এরপর তিনি চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন, যা আজ আপিল চেম্বার শুনানি করে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগ আমানুল্লাহকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দিয়েছেন।