পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেবের শারীরিক অবস্থা সংকটজনক। ৩৭ দিন ধরে তিনি ভেন্টিলেশনে রয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা। ৬৮ বছর বয়সী এই অভিনেতা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। আনন্দবাজার অনলাইনকে পার্থসারথি দেবের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান অভিনেতা বাপি দাস। তিনি জানান, গত ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থসারথি। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। বাপি বলেন, ‘দাদা সবাইকে চিনতে পারছেন। প্রাণপণ লড়াই করছেন।’