তার চিকিৎসা চলছিল চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। রোববার (১০ মার্চ) রাতেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের বিভিন্ন চেষ্টার পরেও বাঁচাতে পারেননি তাকে।
ছোটবেলা থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন সূর্যকিরণ। শিশুশিল্পী হিসেবেই সিনেমায় পা রাখেন। ২০০৩ সালে প্রথম ছবি বানান তিনি। নাম সত্যম।
প্রথম ছবি দিয়েই সূর্য বুঝিয়ে দিয়েছিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। সত্যম-এ অভিনয় করেছিলেন সামান্থা ও জিনিলিয়া ডিসুজা।
এরপর সূর্য পরিচালিত ধানা ৫১, রাজু ভাই, চ্যাপ্টার ৬ ছবিও বক্স অফিসে সুপারহিট। শুধু সিনেমা নয়, তেলুগু বিগ বস ১৪-এর পরিচালনাও করেছেন তিনি।