২৯ মার্চ মাল্টিপ্লেক্সসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ও অভাগী ছবিটি। অনির্বাণ চক্রবর্তী পরিচালিত ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’-এর ছায়া অবলম্বনে তৈরি হয়েছে। এর আগে কলকাতায় মিথিলার প্রথম সিনেমা ‘মায়া’ও তৈরি হয়েছিল সাহিত্য অবলম্বনে। সেটি তৈরি হয় উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’-এর প্রেরণায়। এরই মধ্যে ‘ও অভাগী’ মুক্তি উপলক্ষে পোস্টার প্রকাশিত হয়েছে। এসেছে গানও। মিথিলা জানান, ছবি মুক্তির আগে আগে পর্যায়ক্রমে টিজার ও ট্রেলার আসবে।‘ও অভাগী’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। মুঠোফোনে প্রথম আলোকে মিথিলা বলেন, ‘এ পর্যন্ত কলকাতার চারটি ছবিতে অভিনয় করেছি। এর মধ্যে তিনটি ছবিতেই নামভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছি। “মায়া” গত বছরের জুলাইয়ে মুক্তি পায়। ২৯ মার্চ ‘ও অভাগী’ মুক্তি পাবে। মেঘলা নামে আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাটিতে মেঘলা চরিত্রে অভিনয় করেছি। কলকাতার ছবিগুলোতে এ ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য খুবই সম্মানের, গর্বের।’