ঘটনাটি ঘটেছে চণ্ডীগড় বিমানবন্দরে এবং এটি এখন অনলাইনে আলোচিত বিষয় হয়ে উঠেছে। এ সময় নিরাপত্তারক্ষীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই বলিউড অভিনেত্রী। এর মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে দিল্লির উদ্দেশে চণ্ডীগড় ত্যাগ করেন কঙ্গনা।
বিমানবন্দরে তল্লাশির সময় কঙ্গনা তার ফোন একটি বিশেষ ট্রেতে রাখতে অস্বীকার করেন। এতে আপত্তি জানান গার্ড। তিনি সেলফোনগুলোকে নিরাপত্তা বিধি মেনে ট্রেতে রাখতে বলেছেন। তারপর শুরু হল ঝামেলা। ঘটনার সময় কঙ্গনা নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেন বলে অভিযোগ। এরপর তাকে থাপ্পড় মারে এক প্রহরী।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য কঙ্গনার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগে অভিযুক্ত মহিলার নাম কোলবিন্দর কৌর। দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষকদের বিক্ষোভ নিয়ে কঙ্গনার মন্তব্যে তিনি বিরক্ত ছিলেন। তাই কঙ্গনাকে কাছে এনে প্রতিশোধ নিলেন তিনি। কঙ্গনার অভিযোগ অনুযায়ী, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই নিরাপত্তারক্ষীকে। জিজ্ঞাসাবাদ এখনও সম্পূর্ণ হয়নি।
তদুপরি, ঘটনার পর বিমানবন্দরের একটি ভিডিওতে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে বলতে দেখা যাচ্ছে, “আমি তাকে (কঙ্গনা) চড় মেরেছি কারণ সে কৃষকদের আন্দোলনের বিরুদ্ধে কিছু বলেছিল।” তিনি বলেন, কৃষকদের বিক্ষোভে অংশ নিতে ১০০ রুপি মেয়েদের দিয়েছিলেন। সেখানে মেয়েটির মা প্রতিবাদ করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কঙ্গনাকে আঘাতকারী নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে।