আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বিক্রয় কেন্দ্র উদ্বোধন
করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা.
তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুনাকের উপদেষ্টা রোকেয়া খাতুন
এবং মৌলভীবাজার জেলা পুনাকের সভানেত্রী মোছাঃ শারমিন আখতার বানু
প্রমুখ।
পুনাক সভানেত্রী মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে স্থাপিত পুনাক বিক্রয়
কেন্দ্র উদ্বোধন শেষে পরিদর্শন করেন এবং বিভিন্ন বিক্রয় সামগ্রী, মূল্য
তালিকাসহ মালামালের গুণগত দিক যাচাই করে সন্তুষ্টি প্রকাশ করেন।
পুনাক বিক্রয় কেন্দ্রে নারীদের শাড়ি, থ্রিপিস, গহনা, চাদর, মাটির তৈজসপত্র,
শোপিসসহ বিভিন্ন দ্রব্য পাওয়া যাবে।
পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি মৌলভীবাজার পুলিশ ক্লাবের
দোতলায় পুনাক অফিসও উদ্বোধন করেন পুনাক সভানেত্রী জনাব ডা. তৈয়বা
মুসাররাত জাঁহা চৌধুরী।
পুনাক সভানেত্রী মৌলভীবাজার জেলার পুনাক নেত্রীদের সাথে পরিচিত হন এবং
মৌলভীবাজারে পুনাক বিক্রয় কেন্দ্রের যাত্রা শুরুর করার জন্য মৌলভীবাজার জেলা
পুনাক সভানেত্রীকে ধন্যবাদ জানান।