হঠাৎ পুরান ঢাকার রাস্তায় রিকশা নিয়ে ঘুরছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। নাটকের কোনো দৃশ্য মনে হলেও ছবিতে দেখা গেল স্ত্রীর সঙ্গে। তিনি বিয়ে করেছেন পুরান ঢাকায়। ছবি পোস্ট করে লিখেছেন, ‘জানো তো, তোমার ওই চোখে আমার পৃথিবী।’ একসঙ্গে তাঁরা উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় নাটক। পরিচয়টা দুই দশকের বেশি সময়ের। বলছি সালাহউদ্দিন লাভলু-আ খ ম হাসানদের জুটির কথা। অতীতের একটি শুটিংয়ের ছবি ফেসবুকে পোস্ট করে আ খ ম হাসান লিখেছেন, ‘কোনো এক আনন্দঘন মুহূর্তে সালাহউদ্দিন লাভলু ভাই ও প্রাণ রায়ের সঙ্গে। সময়কাল ২০০৫