ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গল শহরের সড়কগুলো যানজটমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পথচারীদের ভোগান্তি কমাতে, ঈদে কেনাকাটা করতে আসা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। এ লক্ষ্যে রাস্তার দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান, ভাসমান দোকান, যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান।
অভিযানে আরো অংশ নেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, ট্রাফিক ইন্সপেক্টর অমিতাভ শেখর চৌধুরী সহ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্স।
অভিযানের বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, সামনে ঈদ। ঈদকে সামনে রেখে কেনাকাটার জন্য শহরে মানুষের আগমন বেড়েছে। মানুষজন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য আমরা অভিযান পরিচালনা করে ফুটপাতসহ শহরের রাস্তাগুলো যানজট মুক্ত রাখার চেষ্টা করছি। এ সময় তিনি শহরকে যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।