প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির নেত্রী ও রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী, তার ছেলে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
সোমবার (১০ জুন) দিল্লির আইটিসি মৌর্য হোটেলে তাদের বৈঠক হয়। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা। সোমবার বিকেলে তার দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গেও বৈঠক করেছেন শেখ হাসিনা। পরে আইটিসি মৌর্য হোটেলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন শেখ হাসিনা।