বৃহস্পতিবার দুপুরে সংরক্ষিত আসনে জাতীয় সংসদ সদস্য মনোনীত হওয়ায় পারভিন জামান কল্পনাকে শৈলকূপার ধাওড়া মুক্তিযুদ্ধ আব্দুস সাত্তার সিকদার কলেজের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আবু বক্কর এর সভাপতিত্বে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সিকদারের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়াদ্দার,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপুসহ প্রমুখ।