আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে ঘুর্নিঝড় রেমাল’র এর প্রভাবে ২৮০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টা থেকে রেমাল’র প্রভাবে শ্রীমঙ্গলে বৃষ্টিপাত শুরু হয়।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস রবিবার সন্ধা ৬ টা থেকে আজ মঙ্গলবার বিকেল ৩ টা পর্যন্ত ২৮০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
সোমবার থেকে অবিরাম বৃষ্টিপাত হওয়ায় সাধারন জীবনযাত্রায় ছন্দপতন ঘটে। বিশেষ করে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, অফিসগামী চাকুরীজীবিদের দুর্ভোগ পোহাতে হয়। রাস্তায় যানবাহন ছিল কম। রাস্তায় লোক চলাচলও ছিল সীমিত। স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের উপস্হিতির সংখ্যাও ছিল অনেক কম।
আজ মঙ্গলবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।