আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে দু’টি চোরাই মটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক সুব্রত চন্দ্র দাসসহ পুলিশের একটি টিম শনিবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কস্থ হোটেল ইছাকী এমোস-এর আন্ডারগ্রাউণ্ডের ভেতরে অভিযান পরিচালনা করে একটি নীল রঙের ১১০ সিসি হোন্ডা লিভো মটরসাইকেল উদ্ধার করে এবং চোরচক্রের সদস্য মিল্টন সরকারকে গ্রেফতার করে। মিল্টনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় বলে পুলিশ জানায়।
পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, পরবর্তীতে আসামী মিল্টন সরকারকে জিজ্ঞাসাবাদে ওই আন্ডারগ্রাউণ্ডে লাল রঙের আরো একটি চোরাই মটরসাইকেল আছে বলে জানায়। পরে পুলিশ সেখান থেকে ১৬০ সিসি এপাচী নামের আরেকটি মটরসাইকেল উদ্ধার করে।
এ সময় চোরচক্রের সদস্য মিল্টনের কাছ থেকে ৭টি মাস্টার কী ( চাবি) উদ্ধার করে পুলিশ। শ্রীমঙ্গল পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী মিল্টন কুখ্যাত মটরসাইকেল চোরচক্রের মুল হোতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০ টি চুরির মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।