শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত বঙ্গবন্ধু’র ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন কৃষি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
পরে উপজেলা চেয়ারম্যান ভানুলাল নেতৃত্বে উপজেলা পরিষদ, ইউএনও মো. আবু তালেবের নেতৃত্বে উপজেলা প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্হ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধু’র ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী, পল্লী বিদ্যুত সমিতির জিএম মিজানুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক উস্মে ফারজানা প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরন করেন কৃষিমন্ত্রী। পরে উপজেলা চত্বরে উপস্হিত ৫ শতাধিক শিশুর মাঝে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বই বিতরন করা হয়।