শ্রীমঙ্গলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সুচনা হয়।
পরে পৌর শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল কলেজ।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, গার্ল গাইডস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে কুচকাওয়াজ অনু্ষ্ঠিত হয়। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
বিকেল ৪টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়।