নিজস্ব প্রতিবেদকঃ
কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলার একটি নতুন বিজ্ঞাপন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরের পর থেকে এটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না।
সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী কোকা-কোলা এবং কিছু পণ্য বয়কটের আহ্বান জানানো হয় । যাইহোক, কোকা-কোলা একটি নতুন বিজ্ঞাপনে এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করে নতুন সমালোচনা মুখে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তুমুল সমালোচনা হয়। কোকা-কোলা এই ঝড় মোকাবেলা করতে পারেনি এবং বিজ্ঞাপনটি তার ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে দিয়েছে।
এ বিষয়ে কোকা-কোলা বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে বিজ্ঞাপনটিতে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা শরফ আহমেদ জীবন, শিমুল শর্মা ও আবদুল্লাহ আল সেন্টু।
সমালোচনার সম্মুখীন হয়ে জীবন একটি ফেসবুক পোস্টে লিখেছেন, “বিজ্ঞাপনটি লাইভ হওয়ার পর থেকে আমি অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করেছি।” আপনাদের বলতে গিয়ে আমি বলতে চাই যে, এই কাজটি আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র।
তিনি বলেছেন: “আমার ব্যক্তিগত জীবনে, আমি সর্বদা মানবাধিকারের বিরুদ্ধে আগ্রাসনের বিরোধিতা করেছি এবং আপনাদের অনুভূতি ও মতামতকে সম্মান করেছি।” বিজ্ঞাপনে কোথাও আমি ইসরায়েলের পক্ষ নিইনি এবং কখনও ইসরায়েলের পক্ষ নিইনি। “আমার হৃদয় সর্বদা ন্যায় ও মানবতার পক্ষে ছিল এবং সর্বদা থাকবে।”
অন্য একটি পোস্টে অভিনেতা শিমুল বলেন, “ভবিষ্যতে আমি কোনো কাজ করলে অবশ্যই দেশের মূল্যবোধ, মানবাধিকার ও জনগণের মনোভাবকে যথেষ্ট সম্মানের সঙ্গে বিবেচনা করে করবো। তিনি আরো বলেন আমার ভুলের জন্য দয়া করে আমাকে ক্ষমা করুন এবং ভবিষ্যতে একজন সত্যবাদী শিল্পী হওয়ার জন্য আমার সর্বোত্তম কামনা করুন।”