এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে ‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টালম্যানলি ওয়্যারফেয়ার’ এর সেই প্রিমিয়ারে প্রথম সন্তান নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন এই হলিউড অভিনেতা।
অভিনেতা বলেন, তিনি এবং নাটালি দু’জনেই বেশ উত্তেজিত।
হেনরি ক্যাভিল এবং তার বান্ধবী নাটালি ভিসকুসো প্রায় তিন বছর ধরে একত্রে রয়েছেন। ভক্তরা প্রথম এই ব্যাপারে জানতে পারেন, যখন নাটালি একটি কালো ড্রেস পরে হেনরির সঙ্গে ডেটে যান। সেখানে তার বেবিবাম্প স্পষ্ট নজরে পড়ে। তখন থেকেই জল্পনা শুরু হয়। এরপর হেনরি নিজেই খোলাসা করেছেন।