শ্রীমঙ্গলে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুুতি সভা অনু্ষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রস্তুুতি সভা অনু্ষ্ঠিত হয়।
প্রস্তুুতি সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
উপস্হিত ছিলেন সহকারি কমিশনার ( ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জগৎজ্যােতি ধর শুভ্র প্রমুখ।
প্রস্তুুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী, অধ্যাপক অবিনাশ আচার্য, শিক্ষক নেতা জহর তরপদার, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ।