বলিউড তারকাদের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তারকারা চেষ্টা করেন ব্যক্তিগত জীবন যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে। কিন্তু পাপারাজ্জিদের কারণে তা আর পারেন কই! এই যেমন এখন আলোচনায় কৃতি শ্যানন। সম্প্রতি লন্ডনে এক ব্যক্তির সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন কৃতি। কিন্তু কে এই ‘রহস্য মানব’? জেনে নেওয়া যাক ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে।এ সময় বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম কৃতি শ্যানন। একের পর এক কাজের প্রস্তাব। সম্প্রতি তাঁর ও শহীদ কাপুর অভিনীত ছবি ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে।