ক্যামেরন ডিয়াজ নিজের ক্যারিয়ার নিয়ে বরাবরই চর্চায় থাকেন। বার্ধক্য আর মাতৃত্বের সংজ্ঞাই বদলে দিয়েছেন তিনি, বয়স ৫১ হলেও ফের মা হলেন। এ সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি নিজেই। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। নাম রেখেছেন কার্ডিনাল ম্যাডেন। ইনস্টাগ্রামে পোস্ট করা হাতে আঁকা একটি ছবিতে লেখা- ‘একটা ছোট্ট পাখি আমার সঙ্গে ফিসফিস করে কথা বলল।’ খবর আনন্দবাজার অনলাইনের।
ক্যামেরন আরও লেখেন- ‘আমাদের ছেলে কার্ডিনাল ম্যাডেনের জন্মের খবর ভাগ করে নিতে পেরে আমি উত্তেজিত। ও খুব সুন্দর এবং আমরা সবাই খুব খুশি।’ তবে সদ্যোজাতের সুরক্ষার কথা মাথায় রেখেই তার কোনোরকম ছবি এখন সমাজমাধ্যমে পোস্ট করবেন না বলে জানিয়েছেন ক্যামেরন।
২০১৫ সালে ‘গুড শার্লট’ ব্যান্ডের গিটারিস্ট বেনজি ম্যাডেনের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন ক্যামেরন। ২০১৯ সালে প্রথম সন্তান কন্যা র্যাডিক্সের জন্মের খবরও সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন দম্পতি। ক্যামেরন সুখবর শোনাতেই অনুরাগীরা তাকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।
১৯৯৪ সালে ‘দ্য মাস্ক’ ছবির মাধ্যমে ক্যামেরনের অভিনয় জীবনের সূত্রপাত। ‘ভ্যানিলা স্কাই’, ‘দেয়ার’স সামথিং অ্যাবাউট মেরি’, ‘মাই বেস্ট ফ্রেন্ড’স ওয়েডিং’ তার উল্লেখযোগ্য ছবি। ২০১৪ সাল নাগাদ অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন ক্যামেরন। পরিবারকে সময় দিচ্ছিলেন। চলতি বছরে তার নতুন ছবি মুক্তি পাওয়ার কথা।