মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
শিরোনামঃ
||বাংলাদেশ ও ভারত সফরে আসছেন ডোনাল্ড লু||ছাত্র-জনতার আত্মদানে গুম-খুনের আশঙ্কামুক্ত দেশ: রিজভী||দুর্গাপূজার আয়োজন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা||ইউএনওর বদলি প্রত্যাহারের কর্মসূচি পালন করায় শিক্ষার্থীদের ওপর হাম||ডিমের দাম হালিতে বাড়ল ২ টাকা||নিউরোসায়েন্স হাসপাতালের ৬ চিকিৎসককে জেলায় বদলি||স্পা ৫০০ মিলি এখন ৫ টাকা কমে মাত্র ১৫ টাকায়||ডিএনসিসি মেয়র আতিকের অভিপ্রায়ের সব নিয়োগ বাতিল||বিএবির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত||যাত্রীর লাগেজ থেকে ৯ লাখ টাকা চুরি, বিমানের ৫ কর্মী গ্রেফতার||ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান||নাগরিক কমিটির নেতৃত্বে যারা||দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক: গভর্নর||নৌপরিবহণ উপদেষ্টার সঙ্গে এসসিবি ও বিএসটিএমপিআইএ নেতাদের সাক্ষাৎ||নড়াইলে ডোবার পানিতে ডুবে আয়েশার মৃত্যু
Homeসারাদেশরাজশাহী৫ টাকা পিচ লাউ কিনলেন মানবিক সাংবাদিক আখতার রহমান

৫ টাকা পিচ লাউ কিনলেন মানবিক সাংবাদিক আখতার রহমান

আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে হাপিয়ে ওঠা মানুষের পাশে দাড়ানোর ইচ্ছা সবারই হয় না। সমাজে কিছু মানুষ থাকেন যারা নিজের জন্য নয় বরং অপরের বিপদে তাদের পাশে দাড়াতে সদা প্রস্তুত। ঠিক তেমনই একজন মানবিক সাংবাদিক আখতার রহমান।

এশিয়ান টেলিভিশনের রাজশাহী বিভিাগীয় ব্যুরো প্রধান আখতার রহমান শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আড়ানী পৌর বাজারের উপর দিয়ে গাড়ি নিয়ে নিজ বাড়ি বাঘা সদরে যাচ্ছিলেন। দেখনে কিছু কৃষক লাউ নিয়ে বিক্রি করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন।

গাড়ি থেকে নেমে তাদের কাছে এগিয়ে গিয়ে জানতে চান লাউ কত করে বিক্রি করবেন। কৃষকরা জবাব দেন ক্রেতা পাচ্ছিনা, কার কাছে বিক্রি করব। কেউ দাম বলছেনা। অবশেষে তিনি বাউসা ইউনিয়নের চক বাউসা গ্রামের নাজমুল হাবিবেরর জমি থেকে প্রতিপিচ ৫ টাকা দরে ১২০টি লাউ ক্রয় করেন।

এ সময় যুগান্তরের স্থানীয় বাঘা প্রতিনিধি আমানুল হক আমানের সাথে দেখা হয় সাংবাদিক আকতার রহমানের। তিনি বলেন, লাউগুলো এলাকায় নিয়ে গরীবদের মাঝ বিলি কবর। তার মানবিক কাজটি দেখে ভাল লেগেছে।
নাজমুল হাবিব বলেন, আমার দেড় বিঘা জমিতে লাউ এর আবাদ করেছি। মাচা তৈরির বাঁশ, সেচ, সার, শ্রমিকসহ বিভিন্ন খাতে খরচ হয়েছে প্রায় ১ লাখ ২০ টাকা। এরমধ্যে বিক্রি করেছেন ৬০ হাজার টাকার লাউ। স্থানীয় সিন্ডিকেটের জন্য লাউ এর দাম পাচ্ছে না বলে তিনি দাবি করেন।

এ দিকে আড়ানী পৌর বাজারের মুদি ব্যবসায়ী বিধান হালদার বলেন, আড়ানী পৌর বাজারের হাটে শনিবার সকালে ২৮ পিচ লাউ কিনেছেন ৫০ টাকায়। বাড়ি পৌঁছাতে ভ্যান ভাড়া লেগেছে আরও ২০ টাকা। সে হিসাবে প্রতিটি লাউয়ের দাম পড়েছে ২ টাকা ৫০ পয়সা। এতগুলো লাউ একসঙ্গে কেনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দামে সস্তা হওয়ায় বাড়িতে নিজেদের তরকারি খাওয়াসহ গরুকে খাওয়ানোর জন্য কিনেছি।

এক সপ্তাহ আগে মঙ্গলবারের হাটে ১০৬টি লাউ কিনেছিলেন ১১০ টাকায়। সেই হিসাবে প্রতিটি লাউয়ের দাম পড়েছিল ১ টাকা ২৩ পয়সা।

গোচর গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, হাটে নিয়ে প্রতি পিচ লাউ ৫ টাকা হিসাবে ২০০টি বিক্রি করেছি। জমিতে লাউ তোলা শ্রমিক ও পরিবহন ব্যয়সহ প্রতিটি লাউয়ে খরচ হয়েছে ২ টাকা ৫০ পয়সা। খরচ বাদে প্রতিটি লাউ বিক্রি হয়েছে আড়াই টাকা।

গোচর গ্রামের আরেক লাউ চাষি জহুরুল ইসলাম সোনা বলেন, বিক্রির উপযোগী প্রতিটি লাউয়ের পেছনে খরচ হয় কমপক্ষে ৮ টাকা। কিন্তু বর্তমানে বাজারে পাইকারিতে প্রতিটি লাউ প্রকারভেদে বিক্রি হচ্ছে ২ টাকা ৫০ পয়সা থেকে ৫ টাকায়। তবে মাস খানেক আগে প্রতিটি লাউ ৪০-৪৫ টাকায় বিক্রি করেছি। এখন ক্রেতার অভাবে গাছের লাউ বেচতে পারছি না।

আড়ানী বাজারের পাইকারি ব্যবসায়ী আলান উাদ্দন বলেন, দুই সপ্তাহ আগে প্রতিটি লাউ কিনেছিলেন ১৫-২০ টাকা। ঢাকায় নিয়ে সেই লাউ বিক্রি করে বিভিন্ন খাতে খরচের হিসাবে লোকসান হয়েছে। তাই কয়েক হাট পরে শনিবার আড়ানী বাজার থেকে মাঝারি ও বড় সাইজের ৫০০ পিচ লাউ শহরে বিক্রির জন্য কিনলাম। গড় হিসাবে প্রতিটি লাউয়ের দাম পড়েছে ৫ টাকা।

এ বিষয়ে রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আফরিন হোসেন বলেন, আড়ানী বাজারে গিয়ে ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন একটি লাউ খুচরা বিক্রি হয়েছে ৫-১০ টাকা। তবে কৃষকেরা যাতে পণ্যের ন্যায্য মূল্য পান, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে কৃষি বিপণন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, উপজেলায় ৭৮ হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে। শীত কমে আসার কারণে লাউয়ের চাহিদা কমে গেছে।

Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
সর্বশেষ খবর
আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here