বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeজাতীয়মিয়ানমারের জান্তাপ্রধানের গ্রেপ্তারি পরোয়ানা চান আইসিসির কৌঁসুলি

মিয়ানমারের জান্তাপ্রধানের গ্রেপ্তারি পরোয়ানা চান আইসিসির কৌঁসুলি

- Advertisement -spot_img

য়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলির কার্যালয়। আজ বুধবার প্রধান কৌঁসুলির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হবে।

আবেদন করলে বিষয়টি আইসিসির তিন সদস্যের একটি বিচারক প্যানেলের কাছে চলে যাবে। রোহিঙ্গাদের বাড়িঘর থেকে উচ্ছেদ ও তাঁদের ওপর চালানো নির্যাতনের জন্য মিন অং হ্লাইংয়ের দায়ী হওয়ার ‘যৌক্তিক ভিত্তি’ থাকলে এবং তিন বিচারক যদি একমত হন, তাহলে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক এই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন। এ সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্ধারিত কোনো সময়সীমা নেই। তবে আইসিসি থেকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারির ক্ষেত্রে সাধারণত প্রায় তিন মাসের মতো সময় লাগে।

আইসিসির প্রধান কৌঁসুলির কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে ব্যাপক, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করার পর মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিয়নামার নিয়ে আরও অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘মিয়ানমার সরকারের উচ্চ পর্যায়ে থাকা কর্তাব্যক্তিদের বিরুদ্ধে এই প্রথমবারের মতো গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করতে যাচ্ছে আইসিসির প্রধান কৌঁসুলির কার্যালয়। আগামী দিনগুলোয় এ রকম আরও আবেদন করা হবে।’

মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য এ সিদ্ধান্তের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে মিয়ানমারের জান্তাপ্রধানের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো সাড়া পাওয়া যায়নি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here