ছেলেমেয়েদের প্রতি একটু বেশিই কঠোর শানমুগাম। সন্তানদের সব সময় চোখে চোখে রাখেন। একদিন মওকা পেয়ে দুই সন্তান বেরিয়ে যায়, আর তাদের খুঁজে পাওয়া যায় না। তাদের ভাগ্যে আসলে কী ঘটেছে? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ড্রামা-থ্রিলার সিরিজ। রাসু রাঞ্জিথ পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন কৃষ্ণ, কানি থিরু, কিশোর প্রমুখ।