নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের নৈতিক চরিত্রের অধিকারী, জনগণের আস্থাভাজন, শ্রদ্ধাশীল ও দেশপ্রেমে উদ্ভুদ্ধ হতে হবে—এমন আহ্বান জানানো হয়েছে নড়াইলে যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের অনুশীলন করা দখলবাজি, চাঁদাবাজি ও নির্যাতনে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেন্দ্রীয় নেতারা জানান, যারা দলে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হবে, তারা বিএনপি রাজনীতি থেকে ছিটকে পড়বে। নেতাকর্মীদের প্রতি এই হুশিয়ারি দিয়ে তারা বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় তাদের উচিত নৈতিক চরিত্রের পরিচায়ক হওয়া এবং শুধুমাত্র যোগ্য নেতা হওয়া, যারা জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।
সভায় বক্তারা আরও বলেন, শিক্ষিত মানুষই নয়, বরং নৈতিক চরিত্রের অধিকারী মানুষেরই জনগণের মাঝে আস্থা রয়েছে। নেতাকর্মীদের চরিত্রের স্খলন ঘটলে তাদের স্থান দলে হবে না। তাই দলের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সকল নেতাকর্মীকে আত্মনিয়োগের মাধ্যমে পরিশুদ্ধ রাজনীতি চর্চা করার আহ্বান জানানো হয়।
সভায় সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, নড়াইল জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু এবং ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনি প্রমুখ বক্তৃতা করেন।