ম্যাচে নয়্যারের ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ছিল বায়ার লেভারকুসেন। ঘটনাটা ম্যাচের শুরুর দিকের। ১৮ মিনিটে চিরচেনা ভঙ্গিতে প্রতিপক্ষকে রুখে দেওয়ার জন্য বক্স ছেড়ে বের হয়ে আসেন নয়্যার। তখনই ঘটে অঘটন।
প্রতিপক্ষ ডিফেন্ডার জেরেমি ফ্রিম্পংকে রুখতে গিয়ে তাকে আঘাত করে বসেন নয়্যার। আর এই বাজে ফাউলের ঘটনায় তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি।
ক্লাব বা জাতীয় দলের হয়ে এর আগে কখনোই এমন অভিজ্ঞতা হয়নি নয়্যারের। ক্যারিয়ারে ২৩ বার হলুদ কার্ড দেখলেও সরাসরি লাল কার্ডের ঘটনায় বিব্রত হন তিনি।
অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মাঠ ছাড়ার সময় অনুতপ্ত দেখা যায় নয়্যারকে। বের হওয়ার সময় কোচকে সেটা আকারে ইঙ্গিতেও বুঝিয়েছেন।
নয়্যারের দুঃস্বপ্নের দিনে হেরে গেছে তার ক্লাব বায়ার্ন। লেভারকুসেন ১-০ গোলে হারিয়ে দিয়েছে ২০ বারের জার্মান কাপ জয়ীদের।