বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeজাতীয়সিরাজদীখানে কেমিক্যাল শিল্পপার্ক পরিদর্শনে শিল্প উপদেষ্টা

সিরাজদীখানে কেমিক্যাল শিল্পপার্ক পরিদর্শনে শিল্প উপদেষ্টা

- Advertisement -spot_img

মুন্সীগঞ্জের সিরাজদীখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল শিল্পপার্ক প্রকল্প পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী, চিত্রকোট এলাকায় কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প পরিদর্শন করেন তিনি।

পুরান ঢাকার বিভিন্ন এলাকায় রাসায়নিক পণ্যের ছোট-বড় অসংখ্য গুদাম রয়েছে। এসবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এর মধ্যে ২০১০ সালে পুরান ঢাকার নিমতলীতে একটি গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে ১২৪ জনের মৃত্যু হয়। এরপর ২০১৯ সালের ২০ ফ্রেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় রাসায়নিক থেকে অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যু হয়।

পরে কারখানা ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার অংশ হিসেবে ২০১৯ সালের ৩০ এপ্রিল মুন্সীগঞ্জের সিরাজদীখানের তুলসীখালি ও চিত্রকোট এলাকার ৩১০ একর জায়গায় বিসিক কেমিক্যাল শিল্প পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়। ব্যয় ধরা হয় ১ হাজার ৪৫৪ কোটি টাকা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব, মো.  নুরুজ্জামান এনডিসি, অতিরিক্ত সচিব শামীমুল হক এনডিসি, যুগ্ম সচিব সুলতান আলম, বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ খান, মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ফাতেমা-তুল-জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম, সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, প্রকল্প পরিচালক-মুহাম্মাদ হাফিজুর রহমান প্রমুখ।

প্রকল্প পরিচালক মুহাম্মাদ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, প্রকল্পের কাজ ৬৭ ভাগ শেষ হয়ে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here