• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]

দেওয়ায় হত্যা, পুলিশ বলছে ‘পূর্বশত্রুতা’ পরিবার বলছে, ছিনতাইয়ে বাধা

রিপোর্টার নাম: / ৮৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় মো. আরমান হোসেন (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মোড়ের কাছে এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করে আরমানকে হত্যা করা হয়েছে। তবে পুলিশের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আরমানের বাবা একরাম হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর কাছ থেকে ১০ টাকা নিয়ে সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিল ছেলে। পরে শুনতে পান তিন যুবক একটি সিএনজিচালিত অটোরিকশা আটকে ছিনতাই করছিলেন। তখন আরমান এগিয়ে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেন। তখন ছিনতাইকারীরা তাঁর বাঁ পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়।

একরাম হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শমরিতা হাসপাতালে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ