• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাটোরে রুম টু রিডের কার্যক্রম পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন সালমান হত্যার ঘটনায় ২০ জনের নামে মামলায় গেস্খফতার-১ নড়াইল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও প্রাইভেট হাসপাতাল অনার্স এসোসিয়েশনের পাল্টাপাল্টি সিদ্ধান্তে ভোগান্তিতে রুগীরা শৈলকুপায় বিষধর সাপের পানি খাওয়াতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক টিসিবির পণ্য মোড়ক বদলে বিক্রি করায় নড়াইলে দোকানিকে জরিমানা ভাটায় যাত্রা! জোয়ারের সময় বেঁধে রাখা! জোয়ার-ভাটার সাথে জীবনটা বাঁধা নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন নড়াইলে সড়ক দুর্ঘটনায় হুসাইন নামের শিশু নিহত

আমার ৪০০ কোটি টাকা কোথায়? ফিরছেন অ্যালেন স্বপন

রিপোর্টার নাম: / ৩৬ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’, সংলাপ দিয়ে শেষ হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। রহস্য রেখে শেষ হয়েছিল সিরিজটি। শেষ দৃশ্যে মুখ ঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেনই–বা স্বপনকে খুঁজছিলেন তিনি? এমন আরও কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল ‘অ্যালেন স্বপন’কে নিয়ে নির্মিত প্রথম সিরিজ। সেসব জট এবার খুলতে যাচ্ছে।

চলে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এর ঘোষণা। আজ ১৪ মার্চ দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিরিজটির দ্বিতীয় মৌসুম মুক্তির বিষয়ে নিশ্চিত করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরেই সিরিজটি দেখতে পাবেন দর্শকেরা। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যাচ্ছে, ছড়িয়ে–ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে অ্যালেন স্বপন। মুখে তাঁর চিরচেনা হাসি আর পরনে সাফারি।

ভিডিওতে চট্টগ্রামের ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘আমার চার শ কোটি টাকা কোথায়? এর পরেই মুখ খোলেন অ্যালেন স্বপন। বলেন, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।’ সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনো অধরা। এত পরিমাণ টাকা কার এবং কোথায় লুকানো আছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও।‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। নতুন সিরিজ নিয়ে তাঁর ভাষ্য, ‘অ্যালেন স্বপন চরিত্রটা অনেকেরই দেখা। তাঁরা জানেন, এটা একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হতে যাচ্ছে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব, তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটির নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে।’চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এর একদম শেষ ভাগে সবার সামনে আসেন অ্যালেন স্বপন। ‘সিন্ডিকেট’ থেকে নির্মিত হয় দেশের প্রথম স্পিনঅফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। দুটি সিরিজই নির্মাণ করেন শিহাব শাহীন। তিনিই নির্মাণ করছেন অ্যালেন স্বপনের দ্বিতীয় মৌসুমটি।

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘“মাইশেলফ অ্যালেন স্বপন ২” নির্মাণের অভিজ্ঞতা সত্যিই চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জগুলোই আমাকে নতুনভাবে অনেক কিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি, নিরাশ হবেন না। খুবই প্রাসঙ্গিকভাবে গল্প ও চরিত্র এগিয়েছে। সবকিছুর পরিসর আরও বড় হয়েছে। যখন গল্প লিখি, তখন চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা এবং নাটকীয়তা রাখা ছিল কঠিন, একই সঙ্গে আনন্দদায়ক।’সিরিজটির প্রথম সিজন এত জনপ্রিয় হয় যে ২০২৩-এ চরকিতে সিরিজটি মুক্তির পর আট দিনে ২ কোটি মিনিট স্ট্রিমিং হয়। এমনকি মাত্র ১০০ ঘণ্টায় ১ কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ে ‘অ্যালেন স্বপন’। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ওটিটি ইন্ডাস্ট্রির জন্য এ ডেটাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অ্যালেন স্বপনকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনা। তাঁদের এই ভালোবাসাই আমাদের নতুন সিজন নির্মাণ করতে অনুপ্রাণিত করে। “অ্যালেন স্বপন ২”–তে দর্শকেরা যেন নতুন কিছু পান এবং তাঁদের প্রত্যাশা যেন পূরণ হয়, সেভাবেই কাজ হয়েছে। গল্প ও চরিত্রায়নে থাকছে চমক। আমার বিশ্বাস, নতুন সিজনে দর্শকেরা তাঁদের প্রিয় সিরিজ-চরিত্রকে আরও দুর্দান্তভাবে পাবে। ঈদেই আসছে সিরিজটি, দর্শকদের মধ্যে স্বনামে ফিরবে অ্যালেন স্বপন।’

প্রথম মৌসুমের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় মৌসুমে। আছেন নতুন অভিনয়শিল্পীও। তাঁদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে চরকি।

২০২২ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল ‘অ্যালেন স্বপন’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর প্রথম সিজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ