‘তুফান’ ছবি দিয়ে নতুন করে আলোচনায় মাসুমা রহমান নাবিলা। গেল বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি তাঁকে আলোচনায় আনলেও এরপর অবশ্য আর নতুন কোনো ছবিতে দেখা যায়নি। তবে এবার তিনি খবরে এলেন ঈদ আনন্দমেলা অনুষ্ঠান ঘিরে। বাংলাদেশ টেলিভিশন প্রযোজক মাহবুবা ফেরদৌস আজ শনিবার দুপুরে প্রথম আলোকে জানালেন, এবারের ঈদ আনন্দমেলা উপস্থাপনা করবেন নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানের স্টুডিও পর্বের দৃশ্যধারণ হবে। উপস্থাপনায় বৈচিত্র্য আনতে এবার নাবিলা ও ইমনকে চূড়ান্ত করা হয়েছে—এমনটাই জানিয়েছেন আনন্দমেলা সংশ্লিষ্টরা।