ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশটির জাতীয় পুলিশ বাহিনী জানিয়েছে, খারকিভের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
টেলিগ্রাম মেসেঞ্জারে পুলিশ বাহিনী আরও জানায়,এই হামলায় ১০টির বেশি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি বলে দাবি করার দিনই এ হামলা চালানো হলো।
রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কের মতো জায়গাগুলো হুমকির মুখে ফেলেছে বলে দাবি করে পুতিন বলেন, রাশিয়া দুর্বল অবস্থানে নেই।
তাই ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে তিনি কোনও ভূখণ্ড ছেড়ে দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন এবং কিয়েভকে ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করতে বলেছেন।